শুক্রবার, ২৬ মার্চ, ২০২১ ০০:০০ টা
নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে ফের শুনানি ৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে আংশিক শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য ৪ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। গতকাল মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খালেদার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার অভিযোগ গঠন বিষয়ে শুনানি করেন। কিন্তু এদিন শুনানি শেষ না হওয়ায় পরবর্তী  শুনানির জন্য দিন ঠিক করেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত এজলাসে মামলাটির কার্যক্রম চলছে। নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান।

সর্বশেষ খবর