রবিবার, ২৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

বড় ক্রাইসিস সামলাতে মানতে হবে চার বিষয়

নিজস্ব প্রতিবেদক

বড় ক্রাইসিস সামলাতে মানতে হবে চার বিষয়

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

করোনাভাইরাসের সংক্রমণ সামলাতে কয়েকটি পদক্ষেপের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।

তিনি বলেন, সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সামনে বড় ক্রাইসিস সৃষ্টি হতে পারে। সেটি এড়াতে হলে চারটি বিষয় অবশ্যই মানতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং টিকা নিতে হবে।

এ বি এম আবদুল্লাহ মনে করেন, অধিদফতর থেকে যে ১২ দফা সুপারিশ করা হয়েছিল সেটি বাস্তবায়নে সরকারকেও কঠোর অবস্থানে যেতে হবে। এখন থেকেই হাসপাতালের সাধারণ শয্যা ও আইসিইউ শয্যা বাড়াতে নজর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর