শিরোনাম
সোমবার, ২৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

মুক্তিযুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে নারীদের অবদান অবিস্মরণীয়

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল অবিস্মরণীয়। ২ লাখ নারীর আত্মত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারীদের সংকটপূর্ণ চ্যালেঞ্জগুলো জয় করে সামনে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে ‘উইমেন অব ইন্সপাইরেশন’ পুরস্কার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। রাজধানীর এক হোটেলে গতকাল অনুষ্ঠিত ‘উইমেন অব ইন্সপাইরেশন ২০২১’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) বাংলাদেশ ১৩ নারী উদ্যোক্তাকে এই পুরস্কার প্রদান করে। জেসিআই বাংলাদেশের সহসভাপতি ইসমাত জাহান লিসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ইউএস অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার। ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, নারীরা পরিবর্তনের কার্যকর নিয়ামক। মোট জনসংখ্যার অর্ধেক নারী। উন্নয়ন প্রক্রিয়ায় নারীর আর্থ-সামাজিক অবদান অস্বীকার করা যাবে না। সমতাভিত্তিক সুন্দর ভবিষ্যৎ প্রত্যেক নারীর মৌলিক অধিকার। দারিদ্র্য, বৈষম্য, অর্থনৈতিক নির্ভরশীলতা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের সুযোগের অভাব পাশাপাশি নারী নেতৃত্বের অভাব একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, কভিডকালীন সময়ে লিঙ্গভিত্তিক বৈষম্য বৃদ্ধির পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। কভিড সময়ে উদ্ভূত এ ধরনের সংকটপূর্ণ চ্যালেঞ্জগুলো উত্তরণ করে লিঙ্গ সমতাভিত্তিক উন্নত ভবিষ্যৎ নির্মাণ তথা নারীর ক্ষমতায়নে উদ্ভাবনী নীতি ও কৌশল প্রণয়ন জরুরি। এ সময় তিনি সরকার নারীবান্ধব নীতি গ্রহণের ফলে শুধু শহরেই নয়, গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে নারীরা আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে বলেও উল্লেখ করেন।

সর্বশেষ খবর