বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

আজ থেকে বাস ভাড়া বাড়ল ৬০ শতাংশ

সিটের অর্ধেক যাত্রী নিয়ে চলবে

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আজ (বুধবার) থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,      করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে দেশের সব গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়া সাপেক্ষে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে। গতকাল দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সোমবার গণপরিবহনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি গণপরিবহনের মালিক শ্রমিকদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন তিনি। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মনিটরিং করবে মালিক সমিতি : এদিকে বাসের আসনের অর্ধেক যাত্রী পরিবহন ও ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। সারা দেশের মালিকদের সঙ্গে কথা বলেছি। মহাখালী বাস টার্মিনালে মিটিং করেছি। তিনি বলেন, বুধবার থেকে সারা দেশের বাসেই সিটের অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। তবে ঢাকায় অফিস সময়ে কিংবা পিক আওয়ারে যাত্রীরা এটা মানতে চায় না। তারা জোর করে বাসে ওঠে। এ ব্যাপারে আমাদের মালিক সমিতির মনিটরিং থাকবে। তাছাড়া বিআরটিএর মোবাইল কোর্ট কাজ করবে। তিনি করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যাত্রী ও বাস মালিক-শ্রমিকদের সহায়তা কামনা করেন।

সর্বশেষ খবর