বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে বিএনপি। গত রাতে দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক  সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, সরকারের উদাসীনতার ফলশ্রুতিতে কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতা, কর্মী, সমর্থকদের স্বাস্থ্য  নিরাপত্তা বিবেচনায় জনগণ/নেতা, কর্মী, সমর্থকদের সমাগম ঘটে-বিএনপির এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হল। তবে ফোন, সামাজিক গণমাধ্যম ও অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে নেতা-কর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে। বিএনপি জনগণ এবং দলীয় নেতা-কর্মী, সমর্থকদের প্রতি করোনাভাইরাসের ক্রমবর্ধমান অবনতির প্রেক্ষিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছে বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর