বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আন্দোলন দমনে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক

আন্দোলন দমনে সাঁড়াশি অভিযান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা, জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। ওই আন্দোলন দমন করতে গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় হামলা-মামলা, দমন-নিপীড়নের সাঁড়াশি অভিযান চালাচ্ছে। নির্বিচারে           মানুষ হত্যা করছে। গতকাল এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী সরকার এখন বেপরোয়াভাবে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে তাদের ওপর নির্যাতন-নিপীড়ন যেন সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ ও নেতা-কর্মীদের গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছে তারা।

 বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশ শাসনে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা-কর্মীদের কারাগারে আটক রাখতে সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর