শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ড. মোশাররফ মান্নাসহ অনেকেই করোনায় আক্রান্ত আইসিইউতে রিজভী

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে সন্ত্রীক স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে বাসায় অবস্থান করছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ ছাড়া সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন দুজনেই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এ ছাড়া বিএনপির আরও অনেক নেতা এবং তাদের পরিবারের সদস্যদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ারও করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুল হক করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। গতকাল তার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন। এতদিন দলের করোনা আক্রান্ত সব নেতার খবরাখবর দিলেও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নিজেই এবার করোনায় আক্রান্ত হয়েছেন। তার রিপোর্টে আবারও করোনা পজিটিভ এসেছে। এ অবস্থাতেই তিনি অন্য নেতাদের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের সহধর্মিণী কামরুন্নাহারেরও করোনা পজিটিভ এসেছে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম গতকাল এক যৌথ বিবৃতিতে ড. মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন, সস্ত্রীক ডা. জাহিদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার এবং রিজভী আহমেদসহ করোনায় আক্রান্ত অন্য নেতাদের আশু রোগমুক্তি কামনা করেছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে গেলে গতকাল দুপুরে স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে মাহমুদুর রহমান মান্না করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, গত দুই দিন ধরে জ্বর ও কাশি ছিল মান্নার। পরে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। আজ (গতকাল) দুপুরে রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আরও বলেন, মাহমুদুর রহমান মান্না এখনো বাসায় রয়েছেন। শারীরিকভাবে ভালো আছেন। তবে শারীরিক অবস্থা ভালো থাকলেও আমরা ঝুঁকি নিতে চাই না। তাকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর