শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ট্রাম্পের কণ্ঠস্বর নিষিদ্ধ করল ফেসবুক

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের কণ্ঠস্বর নিষিদ্ধ করল ফেসবুক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বর নিষিদ্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সে অনুযায়ী একটি সাক্ষাৎকারের ভিডিও নিজেদের প্ল্যাটফরম থেকে সরিয়ে নিয়েছে ফেসবুক। সূত্র : বিবিসি। ট্রাম্পের পুত্রবধূ লারা তার পেজে এ সাক্ষাৎকারটি পোস্ট করেছিলেন। ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা  অনেক বিষয় নিয়ে ট্রাম্পের এই সাক্ষাৎকার নিয়েছিলেন। নিজের পেইজে সাক্ষাৎকারের সেই ভিডিওই পোস্ট করেন। পরে ফেসবুক কর্তৃপক্ষ তাকে ওই ভিডিওর জন্য সতর্কবার্তা পাঠায়। এতে বলা হয়, ‘এখন থেকে ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার সঙ্গে সঙ্গতি রেখে তার কণ্ঠের অন্যান্য পোস্টও সরিয়ে নেওয়া হবে এবং অ্যাকাউন্টের ওপর বিধিনিষেধ আরোপ হবে।’ ফেসবুকের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে লারা বলেছেন, ‘এভাবেই আমরা অরওয়েলের ১৯৮৪-র পথে আরও একধাপ এগিয়ে গেলাম। ওয়াও।’ উল্লেখ্য, গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর ফেসবুক রিপাবলিকান  প্রেসিডেন্টকে তাদের প্ল্যাটফরমে নিষিদ্ধ করেছিল। ক্যাপিটলে দাঙ্গার পরদিন ৭ জানুয়ারি ফেসবুক তাদের প্ল্যাটফরম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার কথা জানায়। টুইটার ও ইউটিউবও পরে একই পথে হাঁটার ঘোষণা  দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর