শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি না মানলে ফল আরও ভয়াবহ হবে

-ডা. এ বি এম আবদুল্লাহ

স্বাস্থ্যবিধি না মানলে ফল আরও ভয়াবহ হবে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, ‘প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ায় বেড়েছে মৃত্যু। হাসপাতালে শয্যা বাড়িয়ে করোনা সামলানো যাবে না। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। না মানলে ফল আরও ভয়াবহ হবে।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ‘এজন্য রোগ প্রতিরোধ করতে হবে, আর যেন মানুষ আক্রান্ত না হয় সে ব্যবস্থা নিতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বারবার সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়গুলো সবাই জানে কিন্তু মানে না। মিছিল-মিটিং, ওয়াজ মাহফিল, বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ, পর্যটন কেন্দ্র, পিকনিক স্পট বন্ধ রাখতে হবে। এগুলো বন্ধে কঠোর হতে হবে। নয় তো সংক্রমণ ঠেকানো যাবে না।’ ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘কর্তৃপক্ষের কিছু সাংঘর্ষিক সিদ্ধান্ত আছে। গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে ভাড়া বাড়াতে বলা হয়েছে। এদিকে অফিস খোলা। কর্মজীবী মানুষ রাস্তায় বের হচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে পৌঁছাতে পারছে না। তারা রাস্তায় মিছিল করছে, গাদাগাদি করে অটোরিকশা কিংবা অন্য পরিবহনে যাচ্ছে। গণপরিবহনে ভাড়া বাড়ায় খরচ বেড়েছে মানুষের। নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ গণপরিবহন বেশি ব্যবহার করে। এ বাড়তি ভাড়া তাদের ওপর বোঝা তৈরি করবে। অফিসে শিফট করে জনবল কমাতে হবে নয় তো পরিবহনের ব্যবস্থা করতে হবে। সমন্বয়হীন সিদ্ধান্তে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর