শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্রমণ কমবে তিন উদ্যোগে

-ডা. মুশতাক হোসেন

সংক্রমণ কমবে তিন উদ্যোগে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেছেন, ‘করোনার সঙ্গে আমাদের লড়াই চলছে এক বছরের বেশি সময় ধরে। আমরা সবাই জানি করণীয় কী। ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। আর মৃত্যুঝুঁকি কমাতে টিকা নিতে হবে। এ তিন উদ্যোগে করোনাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ‘সংক্রমিত হওয়াদের যোগাযোগের আওতায় আনতে হবে। আক্রান্তের শতকরা ৯০ ভাগের মৃদু লক্ষণ থাকে। তাদের আইসোলেশন নিশ্চিত করতে হবে। চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তার সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ দিয়ে সহযোগিতা করতে হবে। অজানা উৎস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানতে হবে। বদ্ধঘরে বেশি মানুষ গাদাগাদি করে থাকা যাবে না। এর মধ্যে যদি ফ্যান কিংবা এসি দেওয়া থাকে তাহলে খুব দ্রুতগতিতে করোনা ছড়ায়।’ ডা. মুশতাক হোসেন আরও বলেন, ‘অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা যাবে না। জনসমাগম, সামাজিক অনুষ্ঠান বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরে থাকতে হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। বাইরে থেকে অফিসে ঢোকার সময় সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। এসব কিছুর সঙ্গে টিকা নিতে হবে। টিকা করোনা আক্রান্ত ব্যক্তির জটিলতা কমায়। এতে মৃত্যুঝুঁকি কমবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর