শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব হাসপাতালে, জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বেলা পৌনে ১২টার দিকে তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা  আতাউর রহমান খান মারা গেছেন। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক গোলাম কিবরিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজ (শুক্রবার) দুপুরে কিছু শারীরিক সমস্যা নিয়ে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি ভালো আছেন।  জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। পরে গতকাল দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। 

নির্বাচন কর্মকর্তার মৃত্যু : নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান খান। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল জানাজা শেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, গত ২৩ মার্চ করোনায় আক্রান্ত হন আতাউর রহমান। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর