শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আগুনে ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনের সবই শেষ

ছয় দিন ধরে ময়লা আবর্জনা অপসারণ হচ্ছে না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। ছয় দিন ধরে ময়লা-আবর্জনা অপসারণ হচ্ছে না। এতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। নাক চেপে চলছেন শহরের মানুষ। রবিবার হেফাজতের হরতাল চলাকালে হামলা হয় পৌরসভায়। ভাঙচুর-অগ্নিসংযোগের পর চালানো হয় লুটপাট। এতে পৌরসভার সবকিছু নিঃশেষ হয়ে যায়। পৌরসভার সংশ্লিষ্ট শাখার কর্মচারীরা জানিয়েছেন, ময়লা সরানোর বেলচা পর্যন্ত লুট হয়েছে। ঝাড়ু, টুকরি, শাবল, গামবুট, ব্লিচিং পাউডারের ড্রাম কোনো কিছুই নেই। গার্ভেজ ট্রাক-ট্রলি ভাঙচুর-ধ্বংস করা হয়েছে। ৩০০ পোর্টেবল মোবাইল ডাস্টবিন, ২০০ পোর্টেবল হ্যান্ড ট্রলি এবং ২০টি রিকশা ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ময়লা-আবর্জনা অপসারণের কাজ বন্ধ রয়েছে। সবমিলিয়ে পৌরসভার ক্ষয়ক্ষতি ব্যাপক। কোনো কার্যক্রম চালানোর মতো ব্যবস্থাই নেই। পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, হেফাজতের স্থানীয় কিছু নেতাকর্মী, বিএনপি-জামায়াত এবং সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আমার দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে এই হামলা চালিয়েছে। তিনি জানান, ২৬ মার্চ বঙ্গবন্ধু স্কয়ারে হামলা হয়। সে সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতি শাবল দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। গান পাউডার ও পেট্রল ঢেলে পৌর ভবনের সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলার সময় ভীতসন্ত্রস্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পার্শ্ববর্তী সুইপার কলোনিতে পালিয়ে জীবন বাঁচান। এতে আমাদের শত কোটি টাকার ক্ষতি হয়েছে। তা ছাড়া আমার বাসভবনেও হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। সেখানে নিচতলায় থাকা একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালামালও লুট করে নেয়া হয়। এই অবস্থায় পৌরসভার পক্ষ কোনো রকম নাগরিক সেবাই দেওয়া সম্ভব হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর