শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত

দ্রব্যমূল্য বৃদ্ধির ‘সিন্ডিকেট’-এর সঙ্গে সরকার জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান মাস। ইতিমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেছে। রমজানের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার পুরোপুরি ব্যর্থ। কারণ যারা দাম বাড়ায় সরকারের লোকেরাই সেই সিন্ডিকেট তৈরি করে। প্রকৃতপক্ষে অর্থনীতি এখন ক্ষমতাসীনদের দুর্নীতিবাজ ও লুটেরাদের হাতে।’ গতকাল বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধের সরকার। বর্গিরা যেমন আগে বাংলাদেশে আসত, লুট করে আবার চলে যেত ঠিক একইভাবে এ সরকার লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে। সেখানে দেশের কোটি কোটি সম্পদ পাচার করে দিচ্ছে।’ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আবারও সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সংসদ নির্বাচনের আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।

বিএনপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের চক্রান্তের অংশ হিসেবেই আজ আবারও দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতারের ঘটনা ঘটছে। উদ্দেশ্য হলো বিএনপিকে আবার মামলা-মোকদ্দমার জ্বালে জড়ানো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিচালনায় আমরা সাংগঠনিক কার্যক্রম শুরু করছিলাম। আন্দোলন শুরু করেছিলাম। এগুলো কীভাবে নিশ্চিহ্ন করার যায় সে ষড়যন্ত্রেরই একটা অংশ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর