মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
কে ন স চে ত ন তা জ রু রি

মানুষের অভ্যাস পরিবর্তন জরুরি

----- ড. তৌফিক জোয়ার্দার

নিজস্ব প্রতিবেদক

মানুষের অভ্যাস পরিবর্তন জরুরি

পাবলিক হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. তৌফিক জোয়ার্দার বলেছেন, ‘মহামারী প্রতিরোধে বৈজ্ঞানিক পদ্ধতিতে এগোতে হবে, প্রশাসনিক নয়। করোনা মহামারী ঠেকাতে সচেতন হতে হবে। সচেতন হলে, অভ্যাস পরিবর্তন করলে ৭০ শতাংশ রোগ প্রতিরোধ করা যায়। রোগ প্রতিরোধে অভ্যাস পরিবর্তন জরুরি হয়ে উঠেছে।’

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘করোনা থেকে মুক্ত থাকতে হলে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে চলাচলের ক্ষেত্রে। আমাদের দেশের মানুষের ভ্রমণপ্রেমী হিসেবে খুব একটা সুনাম ছিল না। কিন্তু করোনাকালে তাদের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ভিড় করতে দেখা যাচ্ছে। এটা হওয়ার কথা ছিল না। হাঁচি দেওয়ার সময় মুখ ঢাকার কথা বলা হলেও খুব কম মানুষই এ অভ্যাস রপ্ত করেছে। তার মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের অভ্যাস পরিবর্তন হয়নি। একে বলে আচরণ পরিবর্তনের থিওরি।’

ড. তৌফিক জোয়ার্দার আরও বলেন, ‘প্রজ্ঞাপন জারি করে মানুষের আচরণ পরিবর্তন করা যায় না। এমন নজির বিশ্বে নেই। আচরণ পরিবর্তনের বিজ্ঞানভিত্তিক তত্ত্ব আছে। সেগুলো প্রয়োগ করতে হবে। এর মধ্যে চারটি বিষয় আছে যেগুলো মানুষকে বোঝাতে হবে। মানুষকে বোঝাতে হবে সচেতন না হলে তার ঝুঁকি আছে কি না। কেমন ধরনের জটিলতায় পড়তে পারেন তিনি। মাস্ক পরে কী লাভ আর না পরলে কী ক্ষতি তা বোঝাতে হবে। স্বাস্থ্য যোগাযোগে এগুলো প্রাথমিক বিষয়। মহামারী নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কৌশল থাকতে হবে। মহামারী কোনো প্রশাসনিক বিষয় নয় তাই এর সমাধান করতে হবে বিজ্ঞানের ভিত্তিতে। কর্মকৌশল নির্ধারণে এপিডেমিওলজিস্টদের পরামর্শ নেওয়া যেতে পারে। সংক্রমণ ঠেকাতে এ কাজগুলো করা জরুরি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর