শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের জন্য এসআইজির সঙ্গে ২ বিলিয়ন ডলারের চুক্তি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আগামী দুই বছরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ২ বিলিয়ন ডলার ব্যয়ের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনৈতিক সংস্থা ‘সভরেইন ইনফ্রাস্ট্রাকচারাল গ্রুপ’ (এসআইজি)।

বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কায়সার হামিদ। জাতীয় এবং স্থানীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত ‘বহুমুখী উন্নয়ন ব্যাংক’ (মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক)-এর বড় বড় প্রকল্পে অর্থ সহায়তাকারী এসআইজির পক্ষে স্বাক্ষর করেছেন সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও লেরি জে নক্স। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এ স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং বিআইডি ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেনসহ উভয় পক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও  ছিলেন। উল্লেখ্য, প্রধানন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গত ৬ এপ্রিল ভার্চুয়ালে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’র উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গুরুত্ব অপরিসীম বলে সে সময় উল্লেখ করা হয়। তারই ধারাবাহিকতায় দুই দিনের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো- যা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। চুক্তি অনুযায়ী ঋণ এবং ইকুইটি উভয়ভাবেই এ অর্থ ব্যয় করা যাবে সরকারি এবং পিপিপি প্রকল্পে, এসইজেড ও ইপিজেড-এও। সমঝোতা-স্মারকে স্বাক্ষর করার পর এসআইজি সিইও লেরি নক্স বলেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ৪১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের পথে রয়েছে। বাংলাদেশের এ অগ্রগতির ক্ষেত্রে আমাদের এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

সর্বশেষ খবর