শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শ্রীলঙ্কা সফরের জন্য টাইগারদের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ খেলতে মুমিনুল হকের নেতৃত্বে টাইগাররা ঢাকা ছেড়ে কলম্বো যাবে ১২ এপ্রিল সোমবার। টেস্ট খেলতে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিন তরুণ পেসার শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম। অবশ্য বাঁ-হাতি পেসার শরীফুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আগেই, নিউজিল্যান্ড সফরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেই বলে ২০১৬ সালের পর দলে ফিরেছেন  স্পিন অলরাউন্ডার শুভাগত হোম। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ডান হাতি পেসার খালেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ইনজুরির জন্য নেই ফাস্ট বোলার হাসান মাহমুদ। সফরে টাইগাররা দুটি টেস্ট খেলবে ২১-২৫ এপ্রিল এবং ২৮ এপ্রিল-২ মে। সিরিজটি গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে দুই দেশ অনড় থাকায় শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় সিরিজটি। সফরে কোনো প্রস্তুতি ম্যাচ নেই। তাই মুমিনুলর বাহিনী ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে টিম ম্যানেজমেন্ট, এমনটাই বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘আমরা শ্রীলঙ্কায় প্রাথমিক স্কোয়াড নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে আমাদের অনুশীলনে সুবিধা হবে এবং তাদের জন্য ভালো যাদের দীর্ঘ পরিসরের ম্যাচের ভবিষ্যৎ উজ্জ্বল। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার পরই টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে।’ বাংলাদেশ এখন পর্র্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২০ টেস্ট খেলে জয় পেয়েছে সাকল্যে একটি। একমাত্র জয়টি আবার টেস্টে। সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেছে ১২টি।

সর্বশেষ খবর