শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তিন ফরম্যাটে এক অধিনায়ক চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক

তিন ফরম্যাটে এক অধিনায়ক চান সাকিব

টেস্ট, ওয়ানডে, টি-২০- তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ দলে এখন তিন অধিনায়ক। বিশ্বের আরও অনেক দেশেই ভিন্ন ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন আছে। তিন ফরম্যাটকে আলাদাভাবে বাড়তি গুরুত্ব দিতেই তিন অধিনায়কের পথ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু অধিনায়ক তিনজন হলেও তিন ফরম্যাটে সমান সফলতা আসেনি। সাফল্যের বিচারে বাংলাদেশ এখনো ‘ওয়ানডে দল’! তাই ওয়ানডে অধিনায়ক স্বস্তিতে থাকেন। বাকি দুই ফরম্যাটে সফলতা না থাকায় ওই ফরম্যাটের অধিনায়করাও অস্বস্তিতে ভোগেন। তাই সাকিব আল হাসান মনে করেন, এর চেয়ে এক অধিনায়কই ভালো। মিডিয়াকে তিনি বলেছেন, ‘আমি কখনোই বলব না তিন সংস্করণে এক অধিনায়ক হলে আমাদের জন্য খারাপ হবে। বরং এটাই হয়তো ভালো।’ এক অধিনায়কের পক্ষে যুক্তি দেখিয়ে সাকিব বলেন, ‘যদি তিনটি সংস্করণকে আমরা সমান গুরুত্ব দিতাম এবং তিন সংস্করণে আমাদের পারফরম্যান্স একই রকম থাকত, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের তো তিন সংস্করণে একই রকম পারফরম্যান্স নয়। এটাই সমস্যা, বিশেষ করে যে সংস্করণে আমরা ভালো খেলি না, সেই অধিনায়কের বেশি সমস্যা।’ নিষেধাজ্ঞার আগে সাকিব টেস্ট ও টি-২০তে অধিনায়ক ছিলেন। তখন ওয়ানডেতে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। সাকিব না থাকায় টেস্টের দায়িত্ব দেওয়া মুমিনুল হককে এবং টি-২০তে মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাশরাফি দায়িত্ব ছেড়ে দেওয়ায় ওয়ানডের দায়িত্ব পান তামিম ইকবাল। অনেকটা ‘পরিস্থিতির শিকার’ হয়েই যেন তিন অধিনায়ককে বেছে নিয়েছিল বিসিবি! এখন সাকিবকে যদি তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়, তিনি কী এ দায়িত্ব নেবেন? বিশ্বসেরা অলরাউন্ডার মিডিয়াকে বলেছেন, ‘দেখা যাক। যদি ও রকম কোনো আলোচনা কখনো হয়, আমার সঙ্গে কেউ আলোচনা করে, তখন এটা নিয়ে ভাবা যাবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর