রবিবার, ১১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অনিশ্চয়তায় এবারের হজও

শফিকুল ইসলাম সোহাগ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে চলতি ২০২১ সালের পবিত্র হজের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে সৌদি সরকার। এবার হজের দায়িত্বে যেসব স্বাস্থ্যকর্মী কাজ করবেন তাদের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হজ পালনের প্রটোকল ঘোষণা করার কথা জানানো হয়। কিন্তু এখনো সৌদি সরকারের সঙ্গে এবারের হজ নিয়ে বাংলাদেশের কোনো চুক্তি সম্পাদিত হয়নি। তবে ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের মনোভাব এবং বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদিতে যেতে পারবে কি না সেসব জানার চেষ্টা করছে। সব মিলিয়ে এবারও বাংলাদেশিদের হজযাত্রা অনিশ্চিত। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সম্প্রতি জানান, চলতি বছর হজে কতজন যেতে পারবেন তা জানতে সৌদি আরবের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি জানান, হজ নিয়ে এখনো সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। সীমিত পরিসরে হজে যেতে পারে। কমবেশি ১০ হাজার জনের মতো যেতে পারে। কতসংখ্যক হজযাত্রী এবার হজে যেতে পারবেন তাা সৌদি সরকার নিশ্চিত করার পর ধর্ম মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম শুরু করবে বলে জানান প্রতিমন্ত্রী। জানা যায়, বাংলাদেশের জন্য গত বছর ১ লাখ ৩৭ হাজার হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল। নিবন্ধিত ছিলেন ৬১ হাজার ২৩১ জন। এর মধ্যে সরকারিভাবে ২ হাজার ৯৬০ আর বেসরকারিভাবে নিবন্ধিত ছিলেন ৫৮ হাজার ২৭১ জন। এর বাইরে হজে যেতে আগ্রহীদের মধ্যে প্রাক-নিবন্ধন করে রেখেছেন ১ লাখ ৭৭ হাজার ২৭১ জন। প্রাক-নিবন্ধনকারীর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৬৯৫ আর বেসরকারিভাবে তালিকাভুক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫৭৬ জন। ধর্ম মন্ত্রণালয় থেকে হজ গমনেচ্ছুদের উদ্দেশে জানানো হয়েছে, এবারের হজের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পদ্ধতিতে নিবন্ধিত ১৮ বছরের বেশি ও ৪০ বছরের নিচে ৪ হাজার ৮৩৩ এবং ৪০ বছরের ওপরে ৫৫ হাজার ৮৭৩ জনকে কভিড-১৯ ভ্যাকসিন বা টিকা নিতে হবে।

ধর্ম মন্ত্রণালয়সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে ইতিবাচক বার্তা আসার অপেক্ষায় পূর্বপ্রস্তুতি হিসেবে টিকার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা গত বছর হজের জন্য নিবন্ধিত হয়ে আছেন। টিকার দুটি ডোজ তাদের সম্পন্ন করতে হবে। এ ছাড়া অগ্রাধিকার পাবেন যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর