শিরোনাম
সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

চলমান লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত

------ ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

চলমান লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত

প্রথম ধাপের চলমান লকডাউন চলবে আগামীকাল ১৩ এপ্রিল পর্যন্ত।  ১৪ এপ্রিল থেকে শুরু হবে সর্বাত্মক লকডাউন। আজ সোমবার ও কাল মঙ্গলবার শুধু দেশের সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে।

আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। গতকাল দুপুরে অনলাইন ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর সরকারি বাসভবন থেকে দেওয়া ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বৃহত্তর স্বার্থে ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে। দেশের মানুষকে এই সংকটকালে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধির প্রতি সামান্য অবহেলা আমাদের চিরচেনা জীবন থেকে ছিটকে দিতে পারে। পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের এ মায়াময় পৃথিবী অচেনা হয়ে যেতে পারে। তিনি বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। ভরসা রাখুন স্রষ্টার প্রতি। সবার প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিশ্চয়ই এ মহামারী থেকে উত্তরণ ঘটিয়ে পৃথিবী আবারও নিজ রূপে ফিরবে। আওয়ামী লীগ নিজস্ব ইতিহাস তৈরি করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোনো কারখানা নেই। আওয়ামী লীগ ইতিহাসের মীমাংসিত সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা অনুসরণ করে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পূর্বাপর ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে রচনা করতে চেয়েছিল খন্ডিত ও বিকৃত ইতিহাস। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ২৪২ জন কর্মকর্তা ও কর্মচারীর জন্য ৩ কোটি টাকার গ্র্যাচুইটি প্রদান এবং মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সর্বশেষ খবর