বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনা রোধে কঠোর লকডাউনের সময় উচ্চ আদালতের বেঞ্চ বাড়ানো বা সব আদালত বন্ধ ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। গতকাল আপিল বিভাগে মামলার শুনানির একপর্যায়ে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, দেশে ভার্চুয়াল আইন হওয়ায় কোর্ট চালানো যাচ্ছে। না হলে কোর্ট বন্ধ করে দিতে হতো। এখনো ভারত ও পাকিস্তানে এ আইন হয়নি। পাকিস্তানে এখনো ফিজিক্যাল কোর্ট হয়। তিনি বলেন, আমরা দৈনিক পরিস্থিতি দেখছি, পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেব। এ সময় তিনি করোনা পরিস্থিতিতে আইনজীবীসহ সবাইকে সতর্ক থাকতে বলেন। করোনা পরিস্থিতির মধ্যে হাই কোর্টের চারটি বেঞ্চ চালু রাখা হয়েছে। বেঞ্চ বাড়ানোর দাবিতে আইনজীবীদের একাংশ মানববন্ধন ও মিছিল করে আসছেন।

সর্বশেষ খবর