শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
শীতলক্ষ্যায় লঞ্চডুবি

জেলা প্রশাসনের তদন্ত কমিটির ২১ সুপারিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে ৩৪ জন নিহতের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে ২১ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ তদন্ত প্রতিবেদনেও কার্গো জাহাজের বেপরোয়া গতি, চালকের উদাসীনতা দুর্ঘটনার অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গণমাধ্যমকে বলেন, লঞ্চডুবির ঘটনায় এই তদন্ত কমিটি ২৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে ২১টি সুপারিশ রয়েছে। ভবিষ্যতে আর যেন দুর্ঘটনা না হয় সেজন্য কি কি পদক্ষেপ নেওয়া জরুরি- এতে তা বলা হয়েছে।’ তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনো পুরোপুরি দেখা হয়নি। সেহেতু বিস্তারিত বলা যাচ্ছে না। তবে কার্গোর বিরুদ্ধে মামলা হয়েছে। অবশ্যই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর