রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দরজা ভেঙে উদ্ধার অধ্যাপক তারেক শামসুর রেহমানের লাশ

নিজস্ব প্রতিবেদক

দরজা ভেঙে উদ্ধার  অধ্যাপক তারেক শামসুর রেহমানের লাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমান মারা গেছেন। গতকাল রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ৪ নম্বর সড়কের ১২/এ দোলনচাঁপা ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় বাসায় কেউ ছিলেন না। পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ জানান, সকালে তারেক শামসুর রেহমানের কাজের বুয়া বাসায় যান। বাইরে থেকে  কলিংবেল দিলেও তিনি দরজা খোলেননি। পরে বুয়া নিচে সিকিউরিটিকে বিষয়টি জানান। এরপর আশপাশের সবাই ফ্ল্যাটে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার সাড়াশব্দ পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে তুরাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। তারেক শামসুর রহমানের মরদেহটি বাথরুমের সামনে পড়ে ছিল। তার লাশ এক পা বাথরুমের ভিতরে আরেক পা বাইরে ছিল। তিনি সেখানে বমিও করেছিলেন। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। জানা গেছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান। আন্তর্জাতিক রাজনীতি, আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি নিয়মিত কলাম লিখতেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম ছাপা হতো। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রপ্তানি প্রসঙ্গ, বাংলাদেশ : রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ : রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ : রাজনীতির চার দশক, গঙ্গার পানি চুক্তি : প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বাংলাদেশ সম্পর্ক, বিশ্ব রাজনীতির ১০০ বছর ইত্যাদি। স্থানীয়রা জানান, বছর দুই আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান তারেক শামসুর রেহমান। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বেশ কিছু রোগে ভুগছিলেন। তিনি উত্তরায় ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। ড. রেহমানের স্ত্রী ও এক মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। গতকাল বিকালে ময়নাতদন্তে শেষে তার লাশ তার মামাতো ভাই নিয়ে যান। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

সর্বশেষ খবর