রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

হেফাজত-জামায়াতকে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা

মেহেরপুর প্রতিনিধি

হেফাজত-জামায়াতকে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা

স্বাধীনতার ৫০ বছরের মাথায় দাঁড়িয়েও স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখছি। বিভিন্ন সময় বিভিন্ন নামে ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের সংবিধান মানতে চায় না, যারা এখনো জাতীয় পতাকাকে সম্মান করতে চায় না- তারা স্বাধীন  বাংলাদেশের নাগরিক হিসেবে থাকার অধিকার রাখে না। হেফাজত, জামায়াত সবই স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধীদের বীজ অনেক গভীরে চলে গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষদাঁত উপড়ে ফেলে দেওয়া হবে। গতকাল মুজিবনগরে এক প্রেস বিফ্রিং-এ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির কাছে একটি স্মরণীয় দিন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। ঠিক সেই সময় উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একাত্তরের পরাজিতরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিষদাঁত উপড়ে ফেলে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব। ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সরকার গঠনের পর ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই মুজিবনগরে সেই সরকার শপথ গ্রহণ করেন। সেই সরকারের বলিষ্ঠ নেতৃত্বে মাত্র ৯ মাসে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করি। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাহিদুজ্জামান খোকন এমপি, মকবুল হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর