বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শারীরিক অবস্থার উন্নতি খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

শারীরিক অবস্থার উন্নতি খালেদা জিয়ার

করোনায় আক্রান্তের ১২তম দিনে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল উন্নতির দিকে। গত ২৪ ঘণ্টায় তাঁর জ্বর আসেনি। আর এক দিন এ রকম অবস্থা থাকলে তাঁকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে। চিকিৎসকরা বলছেন, বেগম জিয়ার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তবে তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘সর্বশেষ রবিবার রাতে জ্বর এসেছিল ম্যাডামের (খালেদা জিয়া)। এরপর আর জ্বর আসেনি। তার পরও আমরা ম্যাডামকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছি। তিনি এখন অনেকটাই সুস্থ। খাবারেও তাঁর কোনো সমস্যা হচ্ছে না।’

এর আগে সোমবার রাত পৌনে ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন মেডিকেল বোর্ডের সদস্যরা। এরপর ডা. জাহিদ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন করোনার বিপজ্জনক সময় পার করছেন। তার পরও তাঁর শরীরের অবস্থা এখন যথেষ্ট ভালো। বেগম জিয়া মানসিকভাবে খুবই শক্ত আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর