বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দরিদ্র দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

দরিদ্র দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

করোনাভাইরাস মহামারীর মধ্যে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গতকাল এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এই তথ্য জানান।

সূত্রমতে, করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ১ লাখ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ৫ হাজার টাকা এবং অন্য পেশার প্রায় ৩৫ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী  দ্রুততম সময়ে উপকারভোগীদের হাতে এসব অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে গতকাল ১০ কোটি ৫০ লাখ টাকা সব জেলা প্রশাসকের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সব জেলা প্রশাসকের অনুকূলে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করেছেন। তিনি আরও বলেন, এই অর্থ জেলাগুলোর জনসংখ্যা এবং ত্রাণের চাহিদার ভিত্তিতে বরাদ্দ করা হয়েছে। স্থানীয় তালিকা অনুসারে তৃণমূলের অভাবগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হবে।

সর্বশেষ খবর