শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

টিকা সরবরাহে কাজ করছে ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

টিকা সরবরাহে কাজ করছে ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম  দোরাইস্বামী বলেন, বর্তমান ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। অন্য কোনো দেশ তা পায়নি। আমাদের সীমিত উৎপাদনের মধ্যে বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে কাজ করছি। গতকাল সকালে ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে হাইকমিশনার বলেন, সারা বিশ্বেই ভ্যাকসিনের সংকট রয়েছে। সরবরাহের চেয়ে অনেক বেশি চাহিদা রয়েছে। সবাই কাজ করছে কীভাবে ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আমরা সাধ্যমতো কাজ করছি। এর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা গ্রহণ করেছে। দেখুন আমরা কতটুকু সহযোগিতা করতে পারি। বিক্রম দোরাইস্বামী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে বর্তমান অবস্থা খুব খারাপ। আমরা সবাই সংকট সমাধানে একসঙ্গে কাজ করছি। দেখা যাক, দুই দেশের মানুষের স্বার্থে কী করতে পারি। এ সময় তাঁর স্ত্রী সঙ্গীতা দুরাইস্বামী সঙ্গে ছিলেন। হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সব সময়ই একটি বিশেষ সম্পর্ক। এমনটি এই করোনা মহামারীর মধ্যেও ভারত বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। বর্তমানে আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতিতে রয়েছি। রমজান মাসে ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করি, যেন আমরা সবাই এই সংকট (কভিড-১৯) থেকে বেরিয়ে আসতে পারব। এর আগে ৪ দিনের ছুটি কাটিয়ে বিক্রম দোরাইস্বামী দিল্লি থেকে বিমানযোগে আগরতলা পৌঁছান। সেখানে  থেকে সড়কপথে আগরতলা চেকপোস্টে আসেন। চেকপোস্টে তাঁকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর