শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিন

নিজস্ব প্রতিবেদক

৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিন

করোনা মোকাবিলায় দরিদ্র পরিবারের খাদ্য নিশ্চিতের লক্ষ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরামের সাবেক নেতা অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, এই অর্থের মাধ্যমে দেশের ৫ কোটি দরিদ্র মানুষকে প্রতিদিন ৫০ টাকা করে ১০০ দিন খাদ্য সহায়তা দেওয়া যাবে। গতকাল দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত- লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে ‘নাগরিক প্রতীকী অবস্থান’ নামের এক কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের তুলনায় এই টাকা কিছুই না। তবে এই অর্থ কোনোক্রমেই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী বা জনপ্রতিনিধিদের বিতরণের দায়িত্ব দেওয়া যাবে না। তাহলে আর সে টাকা গরিবের পেটে পড়বে না। ড. কিবরিয়া আরও বলেন, ৩৫ হাজার কোটি টাকা মানে প্রায় ৪ বিলিয়ন ডলার। তার মধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও আইএফএম-এর পক্ষ থেকে ইতিমধ্যে ২ বিলিয়ন ডলার সাহায্য সরকার পেয়ে গেছে। বিগত ’৯৮ সালের বন্যার সময়ও আওয়ামী লীগ সরকার দেশের ৪০ লাখ মানুষকে কয়েক মাস খাদ্য সহায়তা দিয়েছিল। তবে তখনকার ব্যবস্থাপনায় চুরি ছিল না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর