সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ হলেও ভালো আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয়বার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট হলেও ভালো আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দ্বিতীয় পরীক্ষায় বাসার নয়জনের মধ্যে বেগম জিয়াসহ চারজনের পজিটিভ রিপোর্ট আসে। গত শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে রাতে রিপোর্ট হাতে পান তার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে জানান, দ্বিতীয় দফায় পজিটিভ রিপোর্ট আসলেও শারীরিকভাবে ভালো আছেন বেগম খালেদা জিয়া। এখন তার কোনো উপসর্গ নেই। কয়েকদিন পর আরেক দফা করোনা টেস্টের জন্য নমুনা পরীক্ষা করলে আশা করি নেগেটিভ রিপোর্ট আসবে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে শনিবার মধ্যরাত পর্যন্ত খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ চার সদস্যের একটি চিকিৎসক দল বেগম জিয়ার বাসভবন ফিরোজায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ম্যাডামের করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ এলেও আশা করছি ৪-৫ দিনের মধ্যে নেগেটিভ আসবে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তিনি আগের চেয়েও ভালো আছেন। তিনি বলেন, বেগম জিয়ার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক সময়ের মতোই ৯৮-৯৯ সবসময় পাওয়া গেছে। তার খাবারের রুচিও আগের মতো আছে। তার তাপমাত্রা স্বাভাবিক আছে। তার কোনো কফ-কাশি নেই। করোনা সংক্রমণের পর স্বাভাবিকভাবে দুর্বলতা দীর্ঘসময় থাকে। তারপরও বেগম খালেদা জিয়ার সেই দুর্বলতা আগের থেকে কমেছে।

সর্বশেষ খবর