বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ ঘোষণা

চীনের উদ্যোগে ছয় দেশের সহযোগিতার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মোকাবিলায় চীনের উদ্যোগে ছয় দেশ সহযোগিতার অঙ্গীকার ঘোষণা করেছে। একই সঙ্গে এই উদ্যোগে যোগ দেওয়ার জন্য এ অঞ্চলের অন্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল যৌথ ঘোষণায় এ আমন্ত্রণ জানানো হয়। করোনা প্রতিরোধে সহযোগিতার বিষয়ে মঙ্গলবার চীনের উদ্যোগে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যোগ দেন। এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। বৈঠকের বিষয়ে গতকাল একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। যৌথ ঘোষণায় বলা হয়েছে, করোনা প্রতিরোধে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছয় দেশ সহযোগিতা ও সংহতি অব্যাহত রাখবে। করোনা প্রতিরোধে এই দেশগুলোকে চীন চিকিৎসা ও প্রযুক্তি সহযোগিতা দেবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় এই দেশগুলো বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, শিল্প-বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করবে।

যৌথ ঘোষণায় বলা হয়, ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের করোনা পরিস্থিতির ওপর নজর রেখে দেশটিকে সহযোগিতা অব্যাহত রাখবে। সহযোগিতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী, সচিব, মহাপরিচালক পর্যায়ে আগামীতে যৌথ বৈঠকের বিষয়ে একমত হয়েছেন। চীন ও দক্ষিণ এশিয়ার সমন্বয়ে কভিড ইমার্জেন্সি মেডিক্যাল ফ্যাসিলিটি গঠন হবে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী দেওয়া হবে মেডিক্যাল সাপোর্ট। একই সঙ্গে পোস্টকভিড দারিদ্র্য দূরীকরণ সেন্টার গঠন ও গ্রামীণ জনপদে ব্যবসা বাড়াতে ই-কমার্স স্প্রেড প্রোগ্রাম করা হবে।

সর্বশেষ খবর