বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বান্দরবানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি

অস্ত্র গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির পর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, বান্দরবান ও তৎসংলগ্ন এলাকায় অপু চাকমা নামক জেএসএস (সন্তু) দলের এক সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজি, অস্ত্র লেনদেন এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এ প্রেক্ষাপটে, অপু চাকমা ও তার সন্ত্রাসী দলের বিরুদ্ধে বান্দরবান জোনের সেনাসদস্যরা বুধবার ভোর ৫টার দিকে নোয়াপাতাং নামক এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। বান্দরবান সেনা জোন কমান্ডারের নেতৃত্বে অভিযান দলটি দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে অভিযান এলাকায় পৌঁছায়। অভিযান দল এলাকার সন্নিকটে পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। এ সময় সেনাসদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। পরে সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে ম্যাগাজিন ভর্তি ১টি ৯মিঃমিঃ পিস্তল, একে-৪৭ এর ম্যাগাজিন, একাধিক অ্যামোনিশন বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমাণ গোলাবারুদ, যোগাযোগের যন্ত্র (ওয়াকিটকি), সোলার চার্জার, বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স সামগ্রী, ১৩টি মোবাইল ফোন, জেএসএস এর আদর্শ ও নীতিমূলক বই, ডায়েরি, জেএসএস এর সশস্ত্র অঙ্গসংগঠনের ব্যবহৃত জলপাই রং এর একাধিক ইউনিফরম ও জুতা, দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চাঁদা হিসেবে আদায়কৃত বিপুল পরিমাণ অর্থ এবং জেএসএস এর চাঁদা আদায়ের রশিদ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয়পত্র ইত্যাদি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর