শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সামাজিক অনুষ্ঠানে বাড়বে করোনার ঝুঁকি

ডা. মুশতাক

সামাজিক অনুষ্ঠানে বাড়বে করোনার ঝুঁকি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, অপরিচিত অনেক লোক একত্রিত হলে করোনার ঝুঁকি বাড়বে। পরিচিত দুই পরিবার একত্রিত হয়ে সামাজিক অনুষ্ঠান করতে পারে। কারণ তারা সবাই জানেন কে করোনা সংক্রমিত, কে সংক্রমিত নন। কিন্তু সামাজিকতার নামে অনেক লোক একত্রিত হলে ঝুঁকি বাড়তে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, করোনা থেকে বাঁচতে হলে সামাজিকতা ও গণজমায়েত থেকে বিরত থাকাই শ্রেয়। শুধু যে ঈদ যাত্রায় করোনা সংক্রমণ ঝুঁকি আছে এমন নয়। জনসমাগম যেখানে থাকবে, সেখানে ঝুঁকি আছে। বাজার, রাস্তাঘাট সবখানেই ঝুঁকি। আসন্ন ঈদের জামাত খোলা জায়গায় করা যাবে মর্মে ঘোষণা করা হয়েছে। মসজিদে ঈদের নামাজ পড়তে নির্দেশনা জারি করা হয়েছে। এটা মোটেও বিজ্ঞানসম্মত হয়নি বলে আমি মনে করি। কারণ বদ্ধ ঘরে মানুষ গাদাগাদি করে থাকলে করোনার ঝুঁকি থাকবে। মসজিদে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় ঝুঁকি বাড়বে। ঈদের জমায়েত কম হবে বলে ধারণা করা হলেও বিপরীতে জমায়েত বেশি হবে। আর খোলা জায়গায় ঈদের জামাত পড়লে মানুষ সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করতে পারত। মসজিদে তা সম্ভব হবে বলে মনে হয় না।

আইইডিসিআরের উপদেষ্টা বলেন, যারা সংক্রমিত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের উচিত তাদের আইসোলেশন নিশ্চিত করা। কারণ আক্রান্তের ৯০ ভাগ মানুষের হাসপাতালে আসার প্রয়োজন হয় না। করোনা টেস্ট বাড়াতে হবে। কারণ অনেকেই সংক্রমিত আছেন, কিন্তু প্রকাশ করছেন না। কারণ তারা প্রান্তিক মানুষ, কর্ম হারানোর ভয়ে প্রকাশ করেন না। তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ খবর