শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
দ্বিতীয় টেস্টে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

প্রথম দিনেই দুই সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনেই দুই সেঞ্চুরি

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে গতকাল ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা। সারা দিনে বাংলাদেশ মাত্র ১টি উইকেট নিতে পেরেছে -এএফপি

পাল্লেকেলের প্রথম টেস্ট ড্র হয়েছিল ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে। দুই দলের ব্যাটসম্যানরা রান বন্যায় ভাসিয়েছিল পাল্লেকেলের উইকেট। ব্যটসম্যানরা সেঞ্চুরি করেছিলেন পাল্লা দিয়ে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে গতকাল। প্রথমটির মতো দ্বিতীয়টিতেও রানোৎসবের ইঙ্গিত মিলেছে। প্রথমদিনই দুই শ্রীলঙ্কান ওপেনার দিমুথ কারুণারত্নে ও লাহিরু থিরিমানে তুলে নিয়েছেন সেঞ্চুরি। দুজন শুধু সেঞ্চুরিই করেননি, গড়েছেন নতুন এক রেকর্ডও। দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ২৯১ রান তুলে প্রথম দিন পার করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দুজনে উদ্বোধনী জুটিতে যোগ করেন ২০৯ রান। যা বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির স্কোর। ২০ বছর আগে ২০০১ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে সনৎ জয়সুরিয়া ও মারভান আতাপাত্তু ১৪৪ রান করেছিলেন উদ্বোধনী জুটিতে। সেটিই ছিল এতদিন বাংলাদেশের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। ম্যাচে একমাত্র উইকেট শিকারি আবার টাইগার বাঁ হাতি পেসার শরীফুল ইসলামের। গতকাল অভিষেক হয়েছে শরীফুলের। করুণারত্নে সাজঘরে ফিরেন ব্যক্তিগত ১১৮ রানে। প্রথম টেস্টে ২৪৪ রান করেছিলেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। থিরিমানে অপরাজিত রয়েছেন ১৩১ রানে। করুণারত্নে গতকালের সেঞ্চুরির ইনিংসটি খেলেন ১৯০ বলে ১৫ চারে। থিরিমানে ১৩১ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ২৫৩ বলে ১৪ চারে। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট নেন শরীফুল। তাকে নেওয়া হয়েছে পেসার ইবাদত হোসেনের স্থলে।

সর্বশেষ খবর