শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আরও তিন-চার দিন হাসপাতালে থাকতে হতে পারে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। করোনায় আক্রান্ত হলেও তাঁর কোনো উপসর্গ নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখনো তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা।

গতকাল দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঠিকঠাকভাবেই চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কবে নাগাদ খালেদা জিয়া বাসায় ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষাগুলো শেষ হলে বোর্ডের সদস্যরা আবার পর্যবেক্ষণ করবেন। এরপর বাসায় ফেরার সম্ভাবনা আছে। ডা. জাহিদ আরও জানান, এখন পর্যন্ত যেসব পরীক্ষা হয়েছে তা পর্যবেক্ষণ করে আরও কিছু পরীক্ষার জন্য সুপারিশ করেছে ১০ সদস্যের মেডিকেল বোর্ড। সেই পরীক্ষাগুলো গতকাল করা হয়েছে। এখন পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে ভর্তি করা হয়। ভর্তি করানোর পর ইতিমধ্যে সিটিস্ক্যান, হৃদযন্ত্রের ইসিজি ও ইকোসহ যেসব পরীক্ষা করা হয়েছে, তাতে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা.  শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে। ‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও আটজন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে এখনো খালেদা জিয়াসহ চারজন করোনা পজিটিভ, বাকি সবার নেগেটিভ এসেছে।

সর্বশেষ খবর