শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা
পাল্লেকেলে টেস্ট

দ্বিতীয় দিন সকালটা ছিল বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে করেছে ৪৬৯ রান। গতকাল দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। প্রথম দিন শেষে লঙ্কানদের স্কোর ছিল ১ উইকেটে ২৯১ রান। কাল ১৭৮ রান করতেই ৫ উইকেট হারিয়েছে লঙ্কানরা। ৩ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছে ৬৫.৫ ওভার। প্রথম দিনে ১৩১ রানে অপরাজিত লঙ্কান ওপেনার লাহিরু থিরিমানে আউট হয়েছেন ১৪০-এ। তবে হাফ সেঞ্চুরি করেছেন ওশাদা ফার্নান্দো ও নিরোশান ডিকভেলা।

প্রথম দিনের মতো পাল্লেকেলের উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। মাঝেমধ্যেই আনইভেন বাউন্স হচ্ছিল। বল নিচুও হয়ে যাচ্ছিল। বেশ কিছু বল টার্নও হয়েছে। স্পিনাররা পেয়েছেন বাড়তি বাউন্স। তবে পেসার তাসকিন প্রথম দিনের মতো গতকাল দারুণ বোলিং করেছেন। তার বলেই আউট হয়েছেন সেঞ্চুরিয়ন থিরিমানে। লঙ্কান সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে তিনিই প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন। পাথুম নিশানকার উইকেটও তিনি তুলে নিয়েছেন। কাল প্রথম সেশনটা ছিল বাংলাদেশের জন্য দুর্দান্ত। ২৬ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন টাইগাররা। ওশাদার সঙ্গে থিরিমানের দ্বিতীয় উইকেট জুটিটি ছিল ১০৪ রানের। তবে থিরিমানেকে আউট করার দ্বিতীয় বলেই উইকেট পাওয়ার সুযোগ এসেছিল তাসকিনের। ম্যাথুসের ব্যাট স্পর্শ করে বল চলে যায় উইকেটরক্ষক লিটনের গ্লাভসে। কিন্তু বোলার তাসকিন কিংবা লিটন আবেদন করেননি। পরে আল্ট্রা এজ-এ দেখা যায় ম্যাথুস আউট ছিলেন। তারপরও পাঁচ রানের বেশি করতে পারেননি লঙ্কান সাবেক অধিনায়ক। সবমিলে দ্বিতীয় দিনে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর