শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের কারাগারে

সিলেটে মুফতি মাসউদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট

রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমদ নামের এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৫ এপ্রিল হেফাজত নেতা আহমদ আবদুল কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জানা গেছে, সম্প্রতি পল্টন থানায় নাশকতার মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলারও অন্যতম আসামি।এদিকে, সিলেটে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোর রাত ৩টার দিকে তাকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম। মুফতি মাসউদ আহমেদকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি। মুফতি মাসউদ আহমেদ হেফাজতে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিলেটের শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর