সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

মমতার সামনে কঠিন চ্যালেঞ্জ

মাহমুদ আজহার

মমতার সামনে কঠিন চ্যালেঞ্জ

শমসের মবিন চৌধুরী

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেছেন, পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ বিজয় হলেও মমতা ব্যানার্জির সামনে কঠিন চ্যালেঞ্জ। ক্ষমতাসীন দল বিজেপি একটি শক্তিশালী দল। সেটা এবারও প্রমাণ করেছে। পশ্চিমবঙ্গে তারা যে পরিমাণ শ্রম ও সময় দিয়েছে, তার ফলাফল কিন্তু পেয়েছে। তিনটা আসন থেকে ৮০-৮৫টি আসন পাওয়া কিন্তু কম কথা নয়। এটা তাদের জন্য বড় অর্জন। ৩ শতাংশ থেকে ৩৮ শতাংশ- এটা অনেক বড় অর্জন। তারা পশ্চিমবঙ্গে প্রধান প্রতিদ্ব›দ্বী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাছাড়া বামপন্থিরাও এখন ডানে মোড় নিয়ে বিজেপির সঙ্গে ঐক্যবদ্ধ। সবার কমন শত্রু হচ্ছে মমতা ব্যানার্জি। এসব চ্যালেঞ্জ নিয়েই মমতাকে সামনে এগোতে হবে। এরপর সামনে লোকসভার নির্বাচন রয়েছে। মূলত একজন নেত্রীর ওপর নির্ভরশীল দল তৃণমূল কংগ্রেস। কালেকটিভ লিডারশিপ এখনো তৈরি হয়নি তৃণমূল কংগ্রেসে। গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মুঠোফোনে আলাপকালে এ তথ্য জানান বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান। শমসের মবিন চৌধুরী বলেন, মমতা ব্যানার্জির দলের জয়ে এই মুহুর্তে বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের সমঝোতা এখন অনিশ্চিত হয়ে পড়ল। কারণ, মমতা ব্যানার্জির কঠোর অবস্থান নেওয়ায় তিস্তা নদীর পানিবণ্টনের কোনো সুরাহা হয়নি। এখন এই ইস্যুটি আরও জটিল হয়ে গেল। এ ইস্যুতে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির জনপ্রিয়তাও বেড়েছে। বিজেপির সঙ্গে তার যে একটি বৈরী সম্পর্ক তৈরি হয়েছে তাতে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে সমঝোতায় আসার সম্ভাবনা খুবই কম। এখন বাংলাদেশ সরকার মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি কোনো কথা বলে কি না তা দেখার বিষয়। শমসের মবিন চৌধুরী আরও বলেন, পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে মমতা ব্যানার্জির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের পেছনে করোনাভাইরাস ইস্যুটির একটা প্রভাব আছে। বিশেষ করে গত তিন সপ্তাহ ধরে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তা যথাযথভাবে সামাল দিতে পারেনি বিজেপি সরকার। এ জন্য ভারতের মানুষ কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারকেই দোষারূপ করছে। করোনার মধ্যেই কয়েকটি অঙ্গরাজ্যে ভোট হয়েছে। পশ্চিবঙ্গেও এর একটি নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এনআরসির প্রভাব কলকাতায় নয়, আসামে পড়েছে। সেখানে কিন্তু বিজেপিই লাভবান হয়েছে।

সর্বশেষ খবর