শিরোনাম
সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

দুর্নীতির কারণেই ভ্যাকসিন সংগ্রহে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির কারণেই ভ্যাকসিন সংগ্রহে বিলম্ব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শুধু দুর্নীতির কারণেই করোনার ভ্যাকসিন সংগ্রহে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। গতকাল দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন হলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সেটার কারণটা হচ্ছে, শুধু দুর্নীতির কারণ, অন্য কোনো কারণ এর মধ্যে জড়িত নয়। এ কারণেই ভ্যাকসিন সংগ্রহে বিলম্ব হয়েছে। গত ১ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভ্যাকসিনের অভাবে টিকা প্রদানের কার্যক্রম হঠাৎ করে বন্ধ করায় স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভা মনে করে যে, আমাদের দেশের সব স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি এ বিষয়ে প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছে। কিন্তু তারা কোনো কর্ণপাত তো করেননি বরং তারা বিভিন্ন রকমের বিদ্রুপাত্মক কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার মূলত কতগুলো মাফিয়া চক্রের মধ্যে একত্রিত হয়েছে এবং তাদের নিয়ে তারা দেশ চালাচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রেই মাফিয়ারাই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আজকে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। যারা আজকে ক্ষমতা দখল করে আছেন তাদের সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সর্বশেষ খবর