সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

আসামে ফের বিজেপি, কেরালায় বামদের জয়

প্রতিদিন ডেস্ক

পশ্চিমবঙ্গের সঙ্গেই এদিন আসাম (১২৬টি আসন), কেরালা (১৪০), তামিলনাড়ু (২৩৪) ও কেন্দ্র শাসিত অঞ্চল পডুচেরিতে (৩০) বিধানসভার নির্বাচনের গণনা হয় গতকাল। প্রত্যাশামতোই আসামে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি জোট। এই রাজ্যটিতে ম্যাজিক ফিগার ৬৪, সেখানে ‘বিজেপি-অসম গণপরিষদ-ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল’ জোটের প্রার্থীরা জিতেছেন ৭৫ আসনে, কংগ্রেস-এআইইউডিএফ বিরোধী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪৯ আসনে। তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা আসনের মধ্যে ১৪৯টি আসনে এগিয়ে থেকে সরকার গড়ার পথে এম. কে. স্ট্যালিনের দল ‘দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম’ (ডিএমকে)। এখানে সরকার গড়তে দরকার ১১৮ আসন। সেখানে ক্ষমতাসীন দল ‘অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাঝাগাম’ (এআইএডিএমকে) জয়ী হয়েছে ৮৯ আসনে। দক্ষিণ ভারতের আরেক রাজ্য কেরালায় প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের ট্রেন্ড লক্ষ্য করা গেছে। কিন্তু এবার তা দেখা গেল না। রাজ্যটির ১৪০ বিধানসভার আসনের মধ্যে ৯৭ আসনে জয়ী হয়ে ফের সরকার গড়ার পথে ক্ষমতাসীন জোট সিপিআইএম নেতৃত্বাধীন ‘লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এলডিএফ)। অন্যদিকে ৪৩ আসনে এগিয়ে থেকে বিরোধী আসনেই থাকতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)কে। ভোট হয়েছে ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল পডুচেরির ৩০টি বিধানসভার আসনেও। এখানে ১৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সাতটি আসনে জয়ী হয়।

সর্বশেষ খবর