সোমবার, ৩ মে, ২০২১ ০০:০০ টা

টাইগারদের টিকে থাকার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

আলোর স্বল্পতায় গতকাল ১২ ওভার আগেই খেলা বন্ধ করে দেন দুই আম্পায়ার। পাল্লেকেলেতে চতুর্থ দিন শেষে টেস্টের যে চিত্র, তাতে জিততে হলে বাংলাদেশকে ৯০ ওভারে আরও ২৬০ রান করতে হবে। হাতে আছে মাত্র ৫ উইকেট। সাদা চোখে পাল্লা সমানে সমান। কিন্তু পঞ্চম দিন বলেই কাজটি অবিশ্বাস্য মুমিনুলদের জন্য। চতুর্থ ইনিংসে রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে টেস্ট জিতেছে বাংলাদেশ। সেখানে ৪৩৭ রান তাড়া করে ম্যাচ জিতলে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। টেস্ট ক্রিকেট ইতিহাসে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। সর্বোচ্চ ৪১৮ রান করে টেস্ট জয়ের রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। চার দিনের খেলা শেষে টেস্টের যে চিত্র, তাতে হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি ২০১৬ সালে। ১৯১ রান তাড়া করে টেস্টটি জিতেছিল ৪ উইকেটে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়টি খেলছে টাইগাররা। পাল্লেকেলেতে ড্র হয়েছিল প্রথমটি। দ্বিতীয়টি খেলছে। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কান দুই স্পিনার রমেশ মেন্ডিস ও প্রভীন জয়াবিক্রমার ঘূর্ণিতে নাকাল হয়ে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট। আজ শেষ দিন ব্যাটিং করতে নামবেন ১৪ রানে অপরাজিত থাকা লিটন দাস ও ৪ রানে ব্যাট করতে থাকা মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টের উইকেট নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল। পাঁচদিনের টেস্টে উইকেটের পতন হয়েছিল ১৭টি। রান উঠেছিল ১২৮৯। এবার তাই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড উইকেটের চরিত্র পাল্টে ফেলে। প্রথম দুদিন ব্যাট করে স্বাগতিকরা ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। অভিষেক টেস্ট খেলতে নেমে ২৩ বছর বয়স্ক বাঁ হাতি স্পিনার প্রভীন জয়াবিক্রমা ২৫১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশকে। ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলে ইনিংস ঘোষণা দিমুথ কারুণারতেœর দল। তাইজুল ৩৩ টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ৪৩৭ রানের টার্গেটে খেলতে নেমে ফের দুই লঙ্কান স্পিনারের ঘূর্ণিতে নাকাল হয়ে ১৭৭ রানে ৫ উইকেট খুঁইয়ে বসে। সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিকুর রহিম।

সর্বশেষ খবর