মঙ্গলবার, ৪ মে, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি না মানলে মার্কেট বন্ধ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দোকানিরা স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার দিয়ে দোকান খুলেছেন। আপনারা নিজেরা এবং ক্রেতাদের মাস্ক পরা নিশ্চিত করবেন। অন্যথায় বুধবার থেকে আমি নিজে মার্কেট পরিদর্শন করব, যারা মাস্ক পরে থাকবেন না তাদের দোকান, শপিং মল বন্ধ করে দেব। আপনারা ব্যবসা করুন। কিন্তু স্বাস্থ্যবিধি, মাস্ক পরার নির্দেশ মানতে হবে আপনাদের। ডিএনসিসি মার্কেটে নির্মিত ডেডিকেটেড করোনা হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি উপহার হস্তান্তর শেষে গতকাল ব্রিফিংকালে এসব কথা বলেন মেয়র। মেয়র বলেন, ডিএনসিসি মার্কেটে নির্মিত ডেডিকেটেড করোনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য রোগীদের কোনো অর্থ দিতে হবে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন নগরবাসী এই হাসপাতালের আইসিইউ সুবিধা বিনামূল্যেই পাবেন। ডিএনসিসির মার্কেটটিকে হাসপাতালে রূপান্তর করতে ২৮৫টি দোকানের বরাদ্দ বাতিল করতে হয়েছে বলেও জানান আতিক। আর এর জন্য আর্থিক ক্ষতিও হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, প্রধান নির্বাহী সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর