বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

অনাহারে অর্ধাহারে দেশের দরিদ্র মানুষ

নিজস্ব প্রতিবেদক

অনাহারে অর্ধাহারে দেশের দরিদ্র মানুষ

গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, করোনা মহামারীকালে দেশের দরিদ্র জনগোষ্ঠী সরকার থেকে তেমন কোনো সাহায্য-সহায়তা পায়নি। সরকার যৎসামান্য যা দিয়েছে তাও তাদের কাছে পৌঁছেনি। দেশের প্রায় আড়াই কোটি মানুষ আজ অনাহারে অর্ধাহারে আছে। তিনি এ আড়াই কোটি মানুষকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার আহ্‌বান জানান। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রিকশা-শ্রমিক ঐক্যের উদ্যোগে ‘খাবার কেনার টাকা দাও, দরকার হলে লকডাউন দাও’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের আহ্‌বায়ক মাহমুদুর রহমান মান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর