বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা

আপস ফর্মুলা হাতে ঘুরছে হেফাজত

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

গ্রেফতার ও মামলার চার্জশিট থেকে রক্ষা পেতে সরকারের প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন আলোচিত সমালোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। নিজেদের লক্ষ্য বাস্তবায়নে সরকারের সঙ্গে আপস করার প্রস্তাবও দিয়ে যাচ্ছেন তারা। কিন্তু আপস ফর্মুলা সরকারি দলীয় নেতাদের গছাতে পারছেন না। সরকারের কঠোর মনোভাবের কারণে ভেস্তে যাচ্ছে হেফাজতে ইসলামের সব চেষ্টা। বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী অনুসারীদের পাশাপাশি আল্লামা আহমদ শফী অনুসারীরাও ২০১৩ সালের দায়ের হওয়া মামলার চার্জশিট থেকে নিজেদের বলয়ের নেতা-কর্মীদের রক্ষার মিশনে নেমেছেন। আল্লামা আহমদ শফী অনুসারী হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন,  ‘হেফাজতে ইসলামের নিরীহ কোনো নেতা-কর্মীকে গ্রেফতার না করতে সরকারকে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা গিয়ে কথা বলেছি। নিরীহ কোনো ব্যক্তিকে গ্রেফতার না করার আশ্বাস দিয়েছেন তিনি।’ নাম প্রকাশ না করার শর্তে জুনায়েদ বাবুনগরী অনুসারী এক নেতা বলেন, ‘সরকারের বিরোধিতা করে মাঠে টিকে থাকতে পারবে না- এটা বুঝে গেছে হেফাজতে ইসলামের নেতৃত্ব। তাই সরকারের সঙ্গে সমঝোতায় আসতে চায়। এ জন্য সরকারের এক প্রভাবশালী নেতা ও সাবেক এক মন্ত্রীর মাধ্যমে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সরকার হেফাজতের বিষয়ে এখনো কঠোর অবস্থানে। তাই শেষ পর্যন্ত সমঝোতা নাও হতে পারে।’ জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় চালানো নাশকতার ঘটনায় শতাধিক মামলা দায়ের হয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে। ২০১৩ সালে নাশকতার ঘটনায় দায়ের হওয়া প্রায় শত মামলাও ফের সচল করা হয়েছে। এ মামলাগুলোর চার্জশিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন শীর্ষ নেতাদের অনেকে। প্রতিদিনই প্রশাসনের অভিযানে অনেক নেতা-কর্মী গ্রেফতার হচ্ছেন। গ্রেফতার এড়াতে অনেক নেতা আত্মগোপনে। এমন পরিস্থিতিতে অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের সঙ্গে সমঝোতা করতে চায় হেফাজতে ইসলাম। সমঝোতা করার জন্য হেফাজতে ইসলামের আহ্‌বায়ক কমিটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সমঝোতার প্রস্তাব নিয়ে সরকারের প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। বৈঠক করেছেন বর্তমান ও সাবেক দুই মন্ত্রীর সঙ্গেও। সর্বশেষ মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চারটি প্রস্তাবনা দেওয়া হয়েছে সরকারের কাছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী অনুসারীদের পাশাপাশি গণগ্রেফতার অভিযানে গ্রেফতার হয়েছেন আল্লামা শফী অনুসারী কয়েকজন নেতা। এমন পরিস্থিতিতে নিজেদের নেতা-কর্মীদের রক্ষায় মাঠে নেমেছে শফী অনুসারীরা। এগিয়ে গত রবিবার রাতে শফী অনুসারী শীর্ষ কয়েকজন নেতা দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। ওই বৈঠকে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তারা।

সর্বশেষ খবর