শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

তলোয়ার নিয়ে সংসদ ভবনে জঙ্গি হামলার পরিকল্পনা!

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনে কালো পতাকা ও তলোয়ার হাতে জঙ্গি হামলার পরিকল্পনা করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত ৫ মে সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে তাদের ‘তলোয়ার এবং কালো পতাকাসহ’ গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি সূত্র। 

গ্রেফতার দুজনের একজন হলেন ২২ বছর বয়সী আবু সাকিব। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। অন্যজন আলী হাসান ওসামা। তিনি একজন উগ্রবাদী বক্তা। সাকিবকে জিজ্ঞাসাবাদের পর গতকাল ভোরে রাজবাড়ী থেকে ওসামাকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কালো পতাকা এবং তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়। এ ছাড়া এই হামলার পরিকল্পনা প্ররোচনা দেওয়ার অভিযোগে উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। সিটিটিসি সূত্র জানায়, সাকিব উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামার কথায় উদ্বুদ্ধ হয়ে শহীদ হতে বুধবার সন্ধ্যায় সংসদ ভবনে হামলার জন্য এসেছিলেন। পরে সংসদ ভবনের সামনে গিয়ে দেখেন তিনি ছাড়া আর কেউ আসেননি। সাকিব সিরাজগঞ্জের একটি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খুলে সংসদ ভবনে হামলার জন্য তলোয়ার এবং কলেমা লেখা পতাকা নিয়ে আসার জন্য আহ্‌বান জানিয়েছিলেন আলী হাসান ওসামা।

সর্বশেষ খবর