শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

ইসলাম ধর্ম সহিংসতার কথা বলে না

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইসলাম ধর্ম সহিংসতার কথা বলে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে এরা মানুষ না এরা অমানুষ।’ গতকাল দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুরে  হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমি নিজে এসে দেখে গেলাম, আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।’ এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আবদুল মোমেন প্রমুখ।  উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর