শিরোনাম
শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বে প্রশংসিত

ভোলা প্রতিনিধি

প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বে প্রশংসিত

তোফায়েল আহমেদ

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনায় বড় বড় দেশ আক্রান্ত। কিন্তু করোনার সময় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তবসম্মত। তাঁর গৃহীত পদক্ষেপ আন্তর্জাতিক বিশ্বে প্রশংসিত হয়েছে। মানুষ তা গ্রহণ করেছে। আল্লাহর অসীম রহমতে আস্তে আস্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। বিশ্বের বড় বড় নেতারা যখন হিমশিম খাচ্ছেন, তখন বঙ্গবন্ধুকন্যা চালকের আসনে থেকে জীবন ও জীবিকা সচল রেখেছেন। গতকাল বিকালে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে করোনায় কর্মহীন ও দুস্থদের মাঝে তাঁর ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনী এলাকায় ১৩ হাজার মানুষের মাঝে খাদ্য, ঈদ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদানকালে উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। আজ ও আগামীকাল রবিবারও এই সামগ্রী বিতরণ করা হবে।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের গ্রামগঞ্জে এমন কোনো অভাবী মানুষ নেই প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পায়নি। প্রধানমন্ত্রী বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ভোলা থেকে প্রধানমন্ত্রী গরিব মানুষকে নগদ অর্থ দেওয়ার কার্যক্রম শুরু করেন। গরিব মানুষকে নগদ অর্থ দিয়েছেন, কোটি কোটি টাকার ত্রাণ বিতরণ করেছেন। তিনি আরও বলেন, ভোলায় ব্যাপক যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে। আমরা ভোলাতে ব্যাপক উন্নয়ন তৎপরতা করেছি। আমরা আশা করি ভোলা-বরিশাল ব্রিজ হলে ইনশাআল্লাহ ভোলা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ জেলা হবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্‌বান জানান। ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে তোফায়েল আহমেদের পক্ষে দুস্থদের মাঝে অর্থ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদ সদস্য খায়রুল হাসান খোকন, মিলন মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর