শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

হাতিয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে সদ্য যোগ দেওয়া যুবলীগ কর্মী জোবায়ের হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। গতকালের ঘটনার সময় একই এলাকার যুবলীগ কর্মী মেহেদী হাসান, জীবন ও আজগর হোসেন রাজুসহ চারজন আহতও হয়েছেন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সোনাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মৎস্যজীবীদের মাঝে সরকারি প্রণোদনার চাল বিতরণ করছিলেন। এ সময় জোবায়ের ও তার সহযোগীরা চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাধা দিতে গেলে চেয়ারম্যানের অনুসারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত স্থানীয় লোকজন কুপিয়ে ও পিটিয়ে জোবায়ের ও তার সঙ্গীদের আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় জোবায়েরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করে চেয়ারম্যান নুরুল ইসলাম মালেশিয়া বলেন, জোবায়েরসহ কিছু সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাল ছিনিয়ে নিতে গেলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের মারধর করে। এ ঘটনায় আমি বা আমার কোনো লোক জড়িত ছিল না। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, চাল বিতরণকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর