মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে হয়রানি

অধ্যাপক ড. মাহফুজা খানম

পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে হয়রানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজা খানম বলেছেন, কোনো নারী গতানুগতিক ধারার বাইরে গেলেই তার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেগেটিভ কমেন্ট আসে। তার মানে হলো- পুরুষরা নারীর গতানুগতিক ধারার বাইরে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারে না। পুরুষরা মনে করে, কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার তাদেরই একচেটিয়া। তারা নারীর মতামত দেওয়ার অধিকারকে গুরুত্ব দিতে চায় না। এ কারণেই তারা বেশির ভাগ সময় নারীর বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করে। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন। অধ্যাপক ড. মাহফুজা খানম বলেন, পরিস্থিতির উত্তরণ ঘটতে পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন করতে হবে। সবাইকে বুঝতে হবে, নারী-পুরুষের মধ্যে ছোট-বড় কিছু নেই। সবাই সমান। বুঝতে হবে সবাই মানুষ। তিনি বলেন, শিক্ষিত অশিক্ষিত বেশির ভাগ পুরুষের মধ্যেই নিজেদের প্রাধান্য বজায় রাখার মানসিকতা দেখা দেয়। তাই শিক্ষিত অশিক্ষিত দুই শ্রেণির পুরুষকেই এ ধরনের কাজ করতে দেখা যায়। ছোটবেলা থেকে যে যা দেখে আসে পরবর্তীতে সে তা-ই করতে থাকে।

সর্বশেষ খবর