মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার বন্ধ

ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভারতীয় নতুন ভেরিয়েন্ট দেশে চলে এলেও তাদের সঠিকভাবে কন্ট্রাক্ট ট্রেসিং করার ফলে ভারতীয় ভেরিয়েন্টটি দেশে এখনো ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগামী কিছুদিন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। ভারতের কভিড পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত দেশটির সঙ্গে সব রকম সীমান্ত বন্ধ রাখতে হবে। গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, দূরপাল্লার বাস লঞ্চ ট্রেন বন্ধ আছে এবং তা যেন বন্ধই থাকে সেজন্য আমরা প্রস্তাব করব। এবার ঈদে যদিও ‘লকডাউন’ ছিল, তার পরও সবাই আনন্দের সঙ্গে কেনাকাটা করেছেন। প্রধানমন্ত্রীর অনুরোধ ছিল যে যেখানে আছেন সেখানেই ঈদ করেন। অনেকে মেনেছেন, অনেকে মানেননি। ফেরিতে গাদাগাদি করে বাড়ি গেছেন। যদিও আমরা চাইনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণের ফলে করোনায় এখনো বাংলাদেশ অনেকটাই নিরাপদ রয়েছে। পাশের দেশ ভারতে দিনে গড়ে প্রায় ৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে এবং দৈনিক ৩ থেকে ৪ লাখ আক্রান্ত হচ্ছে। অথচ ভারতের এত নিকটবর্তী দেশ হয়েও আমাদের দেশে বর্তমানে সংক্রমণ দিনে ৩০০ জনের কাছাকাছি নেমে গেছে। ঈদ শেষে মানুষ যেন কিছুদিন ঢাকায় ফিরতে না পারে সে ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর