শিরোনাম
বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

অসাধু কর্মকর্তাদের তৎপরতা ও আইনের জটিলতা দূর করুন

অ্যাডভোকেট জয়নুল আবেদীন

অসাধু কর্মকর্তাদের তৎপরতা ও আইনের জটিলতা দূর করুন

মামলা করে রাজস্ব আটকানোর বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজস্ব আটকানোর পেছনে ব্যবসায়ীদের যেমন অসৎ উদ্দেশ্য থাকে, একইভাবে এনবিআরের কিছু অসাধু কর্মকর্তার কারণেও ব্যবসায়ীরা মামলা করতে বাধ্য হন। এ ছাড়া আইনের জটিলতা তো রয়েছেই। তিনি বলেন, রাজস্বসংক্রান্ত মামলা কমাতে হলে অসাধু কর্মকর্তাদের তৎপরতা বন্ধের পাশাপাশি আইনের জটিলতা দূর করতে হবে। জয়নুল আবেদীন বলেন, ‘আমি একসময় প্রচুর রাজস্ব মামলা করতাম। তখন দেখতাম কোনো পণ্যে যদি ট্যাক্স হয় ১০ টাকা, কর্মকর্তারা সেখানে ট্যাক্স দাবি করেন ৩০ টাকা। তখন বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হয় ব্যবসায়ীদের। আইনেই আদালতে আসার সুযোগ রয়েছে।’ এনবিআরসহ রাজস্বসংশ্লিষ্ট দফতরগুলোকেও আইনের যথাযথ প্রয়োগ করতে হবে বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

সর্বশেষ খবর