বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

সীমা অতিক্রম করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

সীমা অতিক্রম করেছে সরকার

নাগরিক ঐক্যের আহ্‌বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল এক বিবৃতিতে বলেছেন, সরকার স্বেচ্ছাচারিতার সব সীমা অতিক্রম করেছে। তারা বিরোধী রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষের ওপর দমন-পীড়ন, নির্যাতন চালাচ্ছে। সাংবাদিকদের ওপর দেশের বিভিন্ন জায়গায় সরকার এবং সরকারদলীয় ক্যাডারদের নির্যাতনের ঘটনা প্রায়ই সামনে আসছে। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি ও গ্রেফতার সরকারের স্বেচ্ছাচারিতারই অংশ।

তিনি বিবৃতিতে আরও বলেন, থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে তারা সাগর-রুনি হত্যার সঠিক তদন্ত করেনি। কিছুদিন আগে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সাংবাদিক কাজলের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে। তারা জনগণের কাছে কোনো জবাবদিহির প্রয়োজন মনে করে না। মান্না রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা, পুলিশের কাছে হস্তান্তর এবং মামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেককে আইনের আওতায় আনার এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

সর্বশেষ খবর